"কিন্ত তখন পালে বাতাস পাইয়াছে,বরষার স্রোত খরতর বেগে বহিতেছে,গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মসান দেখা দিয়েছে - এবং নদীপ্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল , জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে ,ফিরিয়া ফল কী। পৃথিবীতে কে কাহার। "
"যে ব্যক্তি কামনা করে যে, তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তার কাছে মৃত্যু যেন এমতাবস্থায় উপস্থিত হয় যে, আল্লাহ ও পরকালের প্রতি তার ঈমান আছে । এবং মানুষের সাথে এমন আচরণই করে, তাদের থেকে সে নিজে যেমনটি আশা করে।" ( সহিহ মুসলিম : ৬৯৬৪)
"যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম।এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে।অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মত এমন বিড়ম্বনা আর নাই। "
''No man is a true believer unless he desires for his brother that which he desires for himself.'' মুহাম্মাদ(সঃ)
''To every young person who honors the old, on account of their age, may God appoint those who shall honor him in his years.
Verily, to honor an old man is showing respect to God.'' মুহাম্মাদ(সঃ)
No comments:
Post a Comment